ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

রাজশাহী কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২০ আগস্ট ২০২৪  
রাজশাহী কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ আগস্ট) রাজশাহী কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

জানা গেছে, সকাল ১১টায় রাজশাহী কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে দুপুর ১টায় শিক্ষকদের নিয়ে জরুরি সভা আহ্বান করেন কলেজ প্রশাসন। দুপুর ২টায় সভা শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস, ছাত্রনিবাস ও ছাত্রী নিবাস থেকে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। 

এ সময় তিনি বলেন, আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজশাহী কলেজ, মুসলিম ছাত্রাবাস ও মেয়েদের ছাত্রীনিবাস থেকে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা এই লিখিত অনুলিপি মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় থেকে পরবর্তীতে যে সিদ্ধান্ত আসবে আমরা তাই কার্যকর করা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, দেশের সব কলেজ ক্যাম্পাসগুলো ছাত্র রাজনীতি থেকে দূরে রাখতে।

এর আগে, সকাল ১১টায় রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস ও মেয়েদের ছাত্রীনিবাস থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল কলেজে প্রবেশ করে। এরপর আন্দোলনে কলেজের উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষার্থী অংশ নিয়ে কলেজের মূল ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন।

পরে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজ প্রশাসনে চলে যান এবং উপাধ্যক্ষ ইব্রাহিম মিয়াসহ শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে। সেখানে তারা রাজশাহী কলেজ ক্যাম্পাস, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস এবং রাজশাহী কলেজ মহিলা ছাত্রীনিবাস থেকে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার জন্য লিখিত আবেদন জানায়। বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল কলেজ প্রশাসনকে ১ ঘণ্টার আলটিমেটাম দেন।

/দুর্জয়/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়