ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ধর্ষণের প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৩৯, ২১ আগস্ট ২০২৪
ধর্ষণের প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'সুনীতি-শান্তি' হলের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে যোগ দেন।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। 

এ ব্যাপারে ‘সুনীতি-শান্তি’ হলের আবাসিক শিক্ষার্থী আতিফা লিয়া বলেন, আমরা আজ (মঙ্গলবার) মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়