ঢাকা     বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৭ ১৪৩১

সিএমএইচে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৪৭, ২৬ আগস্ট ২০২৪
সিএমএইচে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

রাজধানীর সচিবালয়ে আনসার-ছাত্রদের সংঘর্ষে গুরুতর অসুস্থ হয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।  

সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। এ সময় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন। 

হাসনাত আব্দুল্লাহ শঙ্কা মুক্ত কি না? এমন প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, আরও ৪৮ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখতে হবে। 

এ দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ একাধিক উপদেষ্টা হাসনাত আব্দুল্লার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন। এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢামেকে গিয়ে আহত হাসনাতের চিকিৎসার খোঁজ নিয়েছেন। 

ঢামেক পরিচালক জানান, ঢামেকে হাসনাত আব্দুল্লাহকে দেখতে শত শত মানুষ আসছেন। তাকে অবজারভেশনে রেখে বিশ্রাম নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু কেউ কথা শুনছেন না। এ কারণে তাকে ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাতে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়।

রনি//


সর্বশেষ

পাঠকপ্রিয়