নবনিযুক্ত অধ্যক্ষকে রাজশাহী কলেজে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় প্রমাণিত দুর্নীতিবাজ ও আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. আনারুল হককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত মানববন্ধন থেকে বৈষমবিরোধী শিক্ষার্থীরা তাকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।
জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। নবনিযুক্ত অধ্যক্ষ যেন কলেজে প্রবেশ করতে না পারেন, সে লক্ষ্যে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাকে বয়কটের ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, দেশসেরা রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপাক ড. আনারুল হককে। স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই দলের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে পদ বাগিয়ে নিয়েছিলেন অধ্যাপক আনারুল। শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে রাজশাহীর শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষের পদও দখল করেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্নীতিবাজ মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মদদেই এ সব পদ দখল করতেন তিনি।
তারা আরও বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১৬-১৭ অর্থবছরে বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০২০ সালে তিনটি মামলা করে দুদক। আত্মসাতের সমপরিমাণ টাকা বোর্ডের ফান্ডে জমা দেওয়ার মাধ্যমে তিনি মামলা থেকে অব্যাহতি পান। এতকিছুর পরও শিক্ষাবোর্ড চেয়ারম্যান হতে তদবির শুরু করেন তিনি। রাজশাহী বোর্ড চেয়ারম্যানের স্বপ্ন পূরণ না হলেও তৎকালীন মেয়র লিটনের সুপারিশে বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষ হন তিনি। সেই বিতর্কিত, দুর্নীতিবাজ, স্বৈরাচার সরকারের দালাল, শিক্ষক নামের পা চাটা গোলামকে দেশসেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ পদায়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস রাজশাহী কলেজে এই বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। অবিলম্বে তাকে অন্যত্র পাঠিয়ে শিক্ষার্থীবান্ধব, সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানাই। অন্যথায় দেশসেরা কলেজের শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
/দুর্জয়/মেহেদী/