ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আইসিটি ক্যাডার চায় কুবির আইসিটি বিভাগ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৪  
আইসিটি ক্যাডার চায় কুবির আইসিটি বিভাগ

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আইসিটি ক্যাডারের পদ সৃজনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিভাগটির প্রধান ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

সেখানে বলা হয়, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ নির্মাণে আইসিটি ক্যাডার গুরুত্বপূর্ণ নিয়ামক। বাংলাদেশের বেসরকারি খাতে তরুণরা অনেক বাঁধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু বাংলাদেশের ক্যাডার সার্ভিসসহ বিভিন্ন সরকারি চাকরিতে তথ্য প্রযুক্তি প্রকৌশলীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু প্রকৌশল কোম্পানিতে কর্মরত আছে। দেশে অনেক শিক্ষার্থীরা নিজেদের মেধা বিকাশের সুযোগ না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। তাই এ মেধা পাচার রোধে আইসিটি ক্যাডার যুক্ত করা উচিত। 

এ বিষয়ে কুবি আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বরাবরই বৈষম্যের শিকার হয়ে আসছে। তারা বিশ্বের বিভিন্ন বড় কোম্পানি যেমন- গুগল, মাইক্রোসফটে কর্মরত আছে। কিন্তু দেশে তারা মেধা বিকাশ করতে পারছে না। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে এখন সজাগ হয়ে আন্দোলন করছে। তাই আমরাও কয়েকজন শিক্ষক মিলে আলোচনা করে স্মারকলিপি প্রদান করি।

তিনি বলেন, আইসিটি ক্যাডার কত জরুরি তা আমরা কলেজগুলোর আইসিটি পড়ানো দেখে বুঝতে পারি। আসলে এখন দেশের উন্নয়নের স্বার্থে আইসিটি ক্যাডার যুক্ত করা উচিত। প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে উঠেছে, তার সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশেরও উচিত এ বিষয়ের দিকে নজর দেওয়া। আমরা আমাদের শিক্ষার্থীদের এ যৌক্তিক দাবির সঙ্গে আছি সবসময়।

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়