ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

হলে সিটের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
হলে সিটের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে প্রতিটি শিক্ষার্থীর সিট নিশ্চিতের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে (ভিসি চত্বর) আন্দোলন করছেন ছাত্রীরা। 

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার পর থেকে বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় ধরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন ছাত্রীরা। পরে আলোচনার জন্য তাদের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ডাকা হলে তারা সেখানে অবস্থান নেন।

এ সময় তাদের হাতে ‘ভিসি স্যার আপনার বাসায় কী সাবলেট হবে?’, ‘ভিসি স্যার গেইট খুলেন’, ‘ভাড়া দিবেন?ভাড়া কত?’ ইত্যাদি লেখা প্লাকার্ড দেখা যায়। 

ছাত্রীরা জানান, ঢাবিতে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় ছেলেদের হলের থেকে মেয়েদের হলের সংখ্যা অর্ধেকেরও কম। ফলে ছাত্রীদের একটা বড় অংশকে হলের বাইরে বাসা নিয়ে থাকতে হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইতি রাইজিংবিডিকে বলেন, রাতদিন এখন শুধু এই সিট নিয়েই ভাবছি। দুই মাস পর আজ ক্যাম্পাসে ফিরেছিলাম কিছু সময়ের জন্য। সবাই কতো নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাচল করছে, আনন্দ উল্লাস করছে। সেখানে আমার চোখ ভর্তি উদাসীনতা আর মাথা ভর্তি দুশ্চিন্তা। বাকি সবার হলে সিট হলেও আমি এখনো আবাসিক হতে পারিনি।

তিনি বলেন, কিছুক্ষণ আগেই ক্যাম্পাস থেকে চলে আসলাম। আজ পলিটিক্যাল রুম থেকে জিনিসপত্র সরানোর ডেট ছিল, বৃষ্টির মধ্যে ভিজে কোনোরকম এক ফ্রেন্ডের কাছে রেখে চলে আসছি। জানি না আর কতদিন এসব নিয়ে টানাটানি করতে হবে। অন্যদের মতো কবে আমারও একটা থাকার জায়গা হবে? আর কবেই বা বুকভরে স্বাধীন ক্যাম্পাসের স্বাদ নিতে পারব?

একটা বৈধ সিটের জন্য হাহাকার করছে ইতির মতোই অনেক শিক্ষার্থীই। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

/রনি/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়