ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

জবি রেজিস্ট্রার হলেন অধ্যাপক গিয়াস

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
জবি রেজিস্ট্রার হলেন অধ্যাপক গিয়াস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাপন শাখা (কর্মকর্তা) আবদুল হালিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

এতে আরও বলা হয়েছে, এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক ভাতা ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেন। এরপর ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বহির্ভূতভাবে ডেপুটি রেজিস্টার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়