ঢাকা     সোমবার   ১১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৭ ১৪৩১

জাবিতে শামীম মোল্লা নিহতের ঘটনায় বহিষ্কারাদেশ তালিকা সংশোধন

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৪  
জাবিতে শামীম মোল্লা নিহতের ঘটনায় বহিষ্কারাদেশ তালিকা সংশোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে ছাত্রলীগ নেতা শামীম মোল্লা নিহত হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত আট শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ তালিকায় সংশোধন করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর জাবির ২০০৯-১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক সভায় আলোচিত হয়। সেখানে প্রক্টরিয়াল টিমের উপস্থাপিত সংশোধিত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত আট জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ তালিকায় সংশোধন করা হয়।

পূর্বের প্রশাসনিক সভায় প্রক্টরিয়াল টিম কর্তৃক উপস্থাপিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লিখিত অভিযুক্তদের তালিকায় বর্ণিত ৪নং ক্রমিকে ভুল হওয়ায় ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদের নাম প্রত্যাহার করা হয়। একই সঙ্গে প্রক্টরিয়াল টিম কর্তৃক উপস্থাপিত সংশোধিত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক সভায় বিধি মোতাবেক ফার্মেসী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করা হয়। 

উল্লেখ্য, নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জুয়েল-চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। শামীম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমিদখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। আশুলিয়া থানায়ও তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

/আহসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়