ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

চবি প্রক্টর হলেন অধ্যাপক তানভীর

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৪  
চবি প্রক্টর হলেন অধ্যাপক তানভীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক বলে জানা গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ যোগদানের তারিখ হতে এক বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড.তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং উপাচার্যের প্রচেষ্টাকে মিল রেখে চবিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতাপূর্ণ গড়ে তুলতে, বিশ্ববিদ্যালয়ের পূর্বের ইমেজ ফিরিয়ে আনতে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ঠিক রাখতে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে। এছাড়া গবেষণায় জোর দেওয়ার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের সব সমস্যায় পাশে থাকার চেষ্টা করবো।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রশাসন শূন্য হতে থাকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এর ধারাবাহিকতায় শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন চবি উপাচার্যসহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। এতে কার্যত ভেঙে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো। প্রায় স্থবির হয়ে যায় সব কার্যক্রম। তবে প্রসাসনহীন এ অবস্থা কাটিয়ে দীর্ঘদিন পর গত ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।

/মিজান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়