ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

৫ মাস না যেতেই রাবি আইইআর সভাপতির পদত্যাগ

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪  
৫ মাস না যেতেই রাবি আইইআর সভাপতির পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে, গত ৩ মে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

পদত্যাগপত্রে লেখা আছে, আমি গত ৩ মে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দ্বায়িত্ব নিয়েছিলাম। ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দ্বায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।

এ বিষয়ে জানতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামকে কল দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

তবে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মকলেছুর রহমান বলেন, আমরা পদত্যাগপত্রটি পেয়েছি। এটা এখন উপাচার্য বরাবর পাঠানো হবে। উপাচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। পরবর্তীতে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে।

/ফাহিম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়