২০ এ জবির স্লোগান ‘বিপ্লবে বলিয়ান নির্ভীক জবিয়ান’
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
২০২৪ সালের ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে ২০ বছরে পদার্পণ করবে। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবার উদযাপন হবে বিশ্ববিদ্যালয় দিবস। এবার দিবসটির স্লোগান হচ্ছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’।
রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বিষয়টি রাইজিং বিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করে আমাদের এ স্লোগান নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্ভীকভাবে সামনের দিনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা।
প্রক্টর তাজাম্মুল হক জানান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফলকটি দুষ্কৃতিকারীরা ভেঙ্গে ফেলেছিল। বিশ্ববিদ্যালয় দিবসে ঘোষণা ফলকটি প্রতিস্থাপিত হবে। এবার বিশ্ববিদ্যালয় দিবসে একইসঙ্গে ১৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন–২০০৫’ উত্থাপিত হয় এবং ওই বছরেরই ২০ অক্টোবর সরকার প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ২০ অক্টোবরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
/লিমন/মেহেদী/