ঢাকা     বুধবার   ০৯ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৪ ১৪৩১

৬ দিনের ছুটিতে যাচ্ছে রাবি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৫৪, ৯ অক্টোবর ২০২৪
৬ দিনের ছুটিতে যাচ্ছে রাবি

দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি ঘোষণা করা হয়েছে। চলবে আগামী সপ্তাহের মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত। তবে এ ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানা গেছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আকতার হোসেন মজুমদার ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১৫ অক্টোবর ছুটি থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

তিনি আরও বলেন, ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আগামী ১৬ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে। ছুটি চলাকালে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।

/ফাহিম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়