ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

ছুটি শেষে কুবি খুলেছে আজ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১৬ অক্টোবর ২০২৪  
ছুটি শেষে কুবি খুলেছে আজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গত ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১৫ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। আট দিনের ছুটি শেষে আজ বুধবার (১৬ অক্টোবর) খুলেছে বিশ্ববিদ্যালয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে নিয়মানুযায়ি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অফিস চালু হয়েছে। অফিসগুলোতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আনাগোনা লক্ষ্য করা গেলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। বিভাগগুলোতে অফিস ও শ্রেণি কার্যক্রম শুরু হলেও সব বিভাগে সকাল থেকে ক্লাস চলতে দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, অনেক বড় ছুটি। সপ্তাহের শেষদিকে হওয়ায় শিক্ষার্থীরা সবাই এখনো এসে পৌঁছায়নি। আগামী সপ্তাহে সবাই চলে আসবেন এবং ভালোভাবে ক্লাস শুরু হবে হয়তো।

বিশ্ববিদ্যালয়ের দু’একজন কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা জানান, ছুটি শেষে সপ্তাহের শেষ দিকে অফিস শুরু হয়েছে। এজন্য অনেকে অতিরিক্ত ছুটি নিয়েছে। আগামী সপ্তাহ থেকে হয়তো সবাই অফিস করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, গত ৮ অক্টোবর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছুটি চলছিল। আজ বুধবার থেকে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে শুরু হয়েছে।

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়