রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বেরোবিতে বিক্ষোভ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: রাইজিংবিডি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয় হন শিক্ষির্থীরা। পরে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রংপুর মহাসড়ক দিয়ে চকবাজার হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন। তিনি বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করে শুধু শপথই ভঙ্গ করেননি, শহীদদের আত্মার সঙ্গে গাদ্দারি করেছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, এসএম আশিকুর রহমান, রহমত আলী, রুমোন বক্সিসহ অন্যান্যরা।
/আমিরুল/সাইফ/