ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং করলেই শাস্তি

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৩ অক্টোবর ২০২৪  
নজরুল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং করলেই শাস্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর সঙ্গে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মিজানূর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ র‍্যাগিং এ জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃংখলা রক্ষা ও র‍্যাগিং মুক্ত রাখতে প্রক্টরিয়াল বডি কাজ করবে।

/তৈয়ব/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়