ঢাকা     শুক্রবার   ২৫ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৯ ১৪৩১

৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৫ অক্টোবর ২০২৪  
৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বশেমুরকৃবি) দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে।

এবার ৮টি মূল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন হাজার ৭১৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ১৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী প্রায় ২০ জন।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বশেমুরকৃবি’র প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে তিনি বলেন, ‌‌‘পরীক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পেরেছেন।’ 

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়