ঢাকা     শনিবার   ২৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১০ ১৪৩১

কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৬ অক্টোবর ২০২৪  
কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস রোববার (২৭ অক্টোবর) থেকে শুরু হবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় মুঠোফোনে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার।

তিনি বলেন, ‘সব বিভাগই একযোগে ক্লাস শুরু করবে। একইসঙ্গে বিভাগগুলো তাদের স্ব-স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে।’

ফাঁকা আসন নিয়ে তিনি বলেন, ‘সাধারণ আসন ফাঁকা আছে ৬৩টি। কোটায় খালি আছে ২৫টির মতো।’ আসন ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৭ এপ্রিল। এছাড়া, ‘বি’ ইউনিটের ৪ মে ও ‘সি’ ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়। পাশাপাশি, গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়