ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৩০ অক্টোবর ২০২৪  
আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা সেমিস্টার পদ্ধতি বাতিল করে বাৎসরিক পদ্ধতির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। এতে অনুষদটির আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৩-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা অনশন কর্মসূচি শুরু করেন।

আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাফিন বলেন, ‘এর আগে অ্যাকাডেমিক কাউন্সিল বসলেও কোনো সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। তাই আমরা দাবি আদায়ে আবারও এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন করবো। প্রয়োজনে আমাদের মৃত্যু হবে, তবুও দাবি আদায় করে এখান থেকে যাব।’

আইন ও ভূমি প্রশাসনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনামিকা সুষ্মি বলেন, ‘সেমিস্টার পদ্ধতি বাতিল করে বাৎসরিক পদ্ধতি চালুর দাবিতে আমরা এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব বলেন, ‘আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেছে। আমরা তাদের দাবিকে যৌক্তিক মনে করছি। আমরা চাই প্রশাসন এ বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রশাসন দ্রুত দাবি মেনে না নিলে এ অনশন চলাকালে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’

এর আগে, বিভিন্ন সময়ে সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে বিভাগ, অনুষদ ও প্রশাসন ভবনের সামনে মানববন্ধনসহ নানা প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

/ফাহিম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়