ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

প্রথমবারের মতো ববি উপ-উপাচার্য হলেন অধ্যাপক গোলাম রব্বানি

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৫৪, ৩০ অক্টোবর ২০২৪
প্রথমবারের মতো ববি উপ-উপাচার্য হলেন অধ্যাপক গোলাম রব্বানি

প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. অধ্যাপক ড. গোলাম রব্বানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ বিভাগের শিক্ষক।

বুধবার (৩০ অক্টোবর ২০২৪) রাষ্ট্রপতির নির্দেশক্রমে  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ২০১১ সালে। প্রতিষ্ঠার পর এই প্রথম ববিতে প্রো-ভিসি নিয়োগ হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আাচার্যের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী তাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে থাকাকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনের আরও বলা হয়েছে, সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

/সাইফুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়