৬ দাবিতে রংপুরে মেডিক্যাল টেকনোলজিস্টদের সড়ক অবরোধ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন রংপুরের বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।
সোমবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় আন্দোলনের সমাপ্তি করে শিক্ষার্থীরা। এদিকে, প্রায় ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘সেবা খাতের গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে সরকার বৈষম্যমূলক আচরণ করেছে। এ সব পেশাজীবীদের মূল্যায়ন প্রয়োজন। একইসঙ্গে ছয় দফা দাবির আশু সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ করছি।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘টেকনোলজিস্টরা সারাদেশে চিকিৎসা সেবার পরীক্ষা-নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অথচ এ পেশার যথাযথ মর্যাদা, মেডিক্যাল টেকনোলজিস্ট শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। মেডিক্যাল টেকনোলজিস্টের নিয়োগ ও পদমর্যাদার বৈষম্য দূর করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, রংপুর আইএসটির শিক্ষার্থী তাহমিনা খাতুন, আল আমিন হোসেন, ফার্মাসিস্ট বিভাগের শিক্ষার্থী আহসানুল হক আকাশ প্রমুখ।
/আমিরুল/মেহেদী/