ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

একটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে যুব সমাজ: হাবিপ্রবি উপাচার্য

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৫ নভেম্বর ২০২৪  
একটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে যুব সমাজ: হাবিপ্রবি উপাচার্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেছেন, ‘যুব সমাজই একটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তোমরা যত মেধাবী আর সৎ হবে, দেশ তত এগিয়ে যাবে। তোমরা এ কয়েকদিনে এখানে ভালো ভালো কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করেছ। ভালো কাজগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠী ও এলাকার মানুষের সঙ্গে শেয়ার করবে। তাদের মাঝে ভালো কাজের প্রয়োগ ঘটাবে। তোমরা তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছ। এ স্বাধীনতা তোমাদের ধরে রাখতে হবে।’

সোমবার (৪ নভেম্বর) জ্ঞান,শৃঙ্খলা, স্বেচ্ছাসেবীতার মন্ত্রধারী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৪-২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম এমদাদুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. শামছুজ্জোহা, হাবিপ্রবির প্লাটুন কম্যান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, মহাস্থান রেজিমেন্টের অ্যাডজুটেন্ট মেজর মো. মনজুরুল হাসান প্রমুখ।

বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্টের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ রাত ৭টা থেকে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ শীর্ষক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

গত বুধবার (৩০ অক্টোবর) থেকে সোমবার পর্যন্ত হওয়া এ ব্যাটালিয়ন ক্যাম্পিং-এ ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৫৭ জন, মহিলা ৯৫ জন, জুনিয়র ডিভিশন ৪৮ জনসহ মোট ৩০০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন।

/সংগ্রাম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়