ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটিতে আইটিডি সম্মেলন শনিবার, ৩০৬ গবেষণাপত্র উপস্থাপন

ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৩২, ৬ নভেম্বর ২০২৪
গ্রিন ইউনিভার্সিটিতে আইটিডি সম্মেলন শনিবার, ৩০৬ গবেষণাপত্র উপস্থাপন

গ্রিন ইউনিভার্সিটি

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজন করেছে ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) আন্তর্জাতিক সম্মেলন। পূর্বাচল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ৯ ও ১০ নভেম্বর।

এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে-‘বিশ্ব মোড়কে, কলা ও সামাজিক বিজ্ঞানের সমস্যা’।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকরা অংশ নেবেন। এছাড়া দেশের স্বনামধন্য শিক্ষক ও গবেষকরাও এই সম্মেলনে অংশ নেবেন।

৪০০ রিসার্চ পেপার জমা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ-বিদেশ থেকে প্রায় ৪০০শ’র বেশি রিসার্চ পেপার জমা পড়েছে। এর মধ্য থেকে ৩০৬টি পেপার নির্বাচন করা হয়েছে। ২ দিনে মোট ৬২টি সেশনে গবেষকদের এই রিসার্চ পেপারগুলো তুলে ধরা হবে। বাছাইকৃত গবেষণাপত্রে সমাজ-রাষ্ট্র যোগাযোগ, পরিবর্তিত সময়ে সাংবাদিকতা, এআই, নয়া গণমাধ্যমের সম্ভাবনা ও চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

এছাড়া এই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা তাদের নিজস্ব গবেষণা কর্ম উপস্থাপন করবেন। পাশাপাশি রিসার্চ পেপার থেকে যেসব প্রস্তাবনা থাকবে, সেগুলো বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেসব সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সাংবাদিকতা বিভাগের ৬৯টি গবেষণাপত্র
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. অলিউর রহমান গণমাধ্যমকে বলেন, সাংবাদিকতা বিভাগের ৬৯টি গবেষণাপত্র এই সম্মেলনে উপস্থাপিত হবে। পাশাপাশি আমাদের বিভাগ ও কুমিল্লা বার্ডের যৌথ উদ্যোগে একটি উন্নয়ন যোগাযোগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। আমি মনে করি, এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে গ্রিন ইউনিভার্সিটি তার সক্ষমতার জানান দিচ্ছে। একইসঙ্গে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করছে।

কি-নোট স্পিকার
এই সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন ড. ফখরুল আলম, ড. মোহিত উল আলম, ড. প্যাট্রিক ডগার্টি, ড. সাঈদ ফরিদ, ড. মোহাম্মদ কামারুল কাবিলান, ড. শফিকুর রহমান, ড. আবু নাসের, প্রফেসর বিপ্লব লোহা চৌধুরী, ড. ক্রিপা শংকর চৌবে, ড. এ এইচ এম জাহেদুল করীম, ড. ওবাইদুল হামিদ।

প্লেনারি স্পিকার
এই সম্মেলনে প্লেনারি স্পিকার হিসেবে থাকবেন প্রফেসর ড. আরিফা রহমান, প্রফেসর এ এম এম হামিদুর রহমান, ড. রুবিনা খান, প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, প্রফেসর ড. শামসাদ মুর্তাজা, প্রফেসর মশরুর শহীদ হোসাইন, প্রফেসর ড. এ এফ এম মাসউদ আখতার, প্রফেসর ড. সাবিহা হক, ড. মো. মিজানুর রহমান, ড. মো. আলমগীর হোসাইন।

প্যানেল আলোচক
এই সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে থাকবেন ড. সাইয়েদুর রহমান, ড. মো. জুলফিকার হায়দার, জাহিদ নেওয়াজ খান, প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, এস এম ইমরান হোসাইন, মহিউদ্দিন সরকার, জাহিদ রেজা নূর, প্রফেসর ড. খাইরুল চৌধুরী, জাকির হোসাইন খান, ইফতেকার মাহমুদ, ড. আবুল হোসাইন, ড. এম খুরশেদ আলম, ড. মো. আবু জাফর, ড. অপূর্ব সাহা।

গ্রিন ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছি ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট সম্মেলন। দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষাবিদ, গবেষকরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। কয়েকটি পর্বে সম্মেলনটি সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য রয়েছে, প্রযুক্তিগত বিভিন্ন আলোচনা রয়েছে এবং গবেষণাপত্র রয়েছে। গ্রিন ইউনিভার্সিটি অ্যাকাডেমিকাল আলোচনার বাইরে গবেষণাতেও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহিত করে।

এই সম্মেলনের ব্যবস্থাপনায় রয়েছে গ্রিন ইউনিভার্সিটির ইংরেজি, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়