ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

জাবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ১১ বাস আটক

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৬ নভেম্বর ২০২৪  
জাবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ১১ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমি মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে টিউশনি শেষ করে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩০৭৪) একটি বাসে উঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। আমি তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তিনি বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবে এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।“

এদিকে, সংবাদ পেয়ে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে ঠিকানা পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ইতোমধ্যে অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’

/আহসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়