জাবিতে নবীন শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার কুরআন বিতরণ
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম ব্যাচ) শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০টি অর্থসহ কুরআন বিতরণ করা হয়।
বুধবার (৬ নভেম্বর) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের গ্যালারি কক্ষে ইসলামি জ্ঞান ও সুস্থ সংস্কৃতি চর্চা পৌঁছে দিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এ জীবন বিধান সম্পর্কে জানতে ও আমাদের জীবনে চর্চা করতে কুরআন পাঠ অত্যাবশকীয়। কুরআন পাঠ করলেই বা এর ব্যাখ্যা করতে পারলে আমাদের লক্ষ্য অর্জন হবে না। লক্ষ্য অর্জন করতে আমাদের জীবন আচরণে কুরআনের শিক্ষা প্রতিফলিত হতে হবে।’ কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের এ ধরনের আয়োজন ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেন উপাচার্য।
এতে প্রধান আলোচক ছিলেন শায়খ অধ্যাপক মোখতার আহমাদ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গণে ছিল হাজারো আকর্ষণীয় বইয়ের স্টল। রেজিস্ট্রেশনকৃত নবীন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বইয়ে ৫০% ছাড় দেওয়া হয়।
/আহসান/মেহেদী/