ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করায় জবি শিক্ষক বহিষ্কার

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৬ নভেম্বর ২০২৪  
ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করায় জবি শিক্ষক বহিষ্কার

বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থান ও নিষিদ্ধ করার পর ছাত্রলীগের পক্ষে কলাম লেখাসহ নানা অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষক মো. আবু সালেহ সেকেন্দার জবির ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বলে জানা গেছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির আযাচিত অসদাচরণ ও নৈতিক স্খলনের অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারার আলোকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫- এর ধারা ১১(১০) মোতাবেক সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে সহকারী অধ্যাপক মো. আবু সালেহ সেকেন্দারকে বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ বুদ্ধিবৃত্তিক ভুল সিদ্ধান্ত’ আখ্যায়িত করে বিপ্লবী সরকারকে চ্যালেঞ্জ ও বিগত স্বৈরাচারী সরকারকে পুনর্বহালের অপচেষ্টা অব্যাহত রাখার অভিযোগে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়