ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৭ নভেম্বর ২০২৪  
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে হাবিপ্রবির খোলা মাঠে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বরণ করেন হাবিপ্রবি শাখা ছাত্রদল।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাকির উদ্দীন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস, সদস্য সচিব মো.ফরহাদ ইসলাম প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট এবং ছাত্রদলের লিফলেট বিতরণ করা হয়। পরে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি কেমন হতে পারে সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্রদল নেতারা।

সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলজ এবং ঔষধি গাছ রোপণ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা হাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলকে সাদরে গ্রহণ করেছেন। ছাত্রদলের কাছে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। ছাত্রদলও সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রতিদান দিতে প্রস্তুত। সন্ত্রাসী ও নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের মতো আমরা অস্ত্রের রাজনীতি নয়, কলমের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।’

তারা আরও বলেন, ‘মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময়ের জন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ে হলগুলোর ডাইনিংয়ে খাবারের মান উন্নয়ন, ছাত্র সংসদ চালুসহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সবসময়ই সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।’

/সংগ্রাম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়