ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

রাবিতে বিপ্লব ও সংহতি দিবস পালন

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৪, ৭ নভেম্বর ২০২৪
রাবিতে বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এসে মিলিত হন তারা।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলামের  সঞ্চালনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতা ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সেটিই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এতো বছর পরে আজ এ র‍্যালি প্রমাণ করলো, হতাশ হওয়ার কিছু নেই। সামনের দিনগুলোতে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দিবেন সেই অনুযায়ী চলবো ও আমরা ধৈর্য ধরে এগিয়ে যাব।’

এদিকে, বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম সাদিক, অধ্যাপক ড. মো. ফজলুল হক, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রশীদ, অধ্যাপক ড. এনামুল হক, অধ্যাপক ড. শেরেজ্জামান, অধ্যাপক ড. মাসুদুল হাসান খান (মুক্তা), অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক প্রিন্স প্রমুখ।

এদিকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আজম জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক।

/ফাহিম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়