ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জাবিতে পাখিদের নিরাপদ আবাস কর্মসূচি ছাত্রদলের

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৯ নভেম্বর ২০২৪  
জাবিতে পাখিদের নিরাপদ আবাস কর্মসূচি ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন গাছে মাটির হাড়ি বেঁধে পাখির নিরাপদ বাসা স্থাপন করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ নভেম্বর) এ কার্যক্রম পরিচালনা করেনে তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক, এমআর মুরাদ, হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহান প্রমুখ।

এ বিষয়ে ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, ‘প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পশুপাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরির কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য স্বস্তিদায়ক আবাস তৈরি করতে জাবি ছাত্রদলের এটি ক্ষুদ্র প্রয়াস।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট বিপ্লবের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ক্যাম্পাসের সক্রিয় হচ্ছে গত ১৬ বছর ধরে নিষ্ক্রিয় থাকা ছাত্রদল, ছাত্রশিবিরসহ উল্লেখযোগ্য সংগঠনগুলো। নানা রকম কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনগুলো তাদের অবস্থান জানান দিচ্ছে।

/আহসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়