রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫’ শুরু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতাটি উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
এবারের প্রতিযোগিতায় মোট ২৩টি ইভেন্ট রয়েছে। এর মধ্যে ৮টি নতুন। এ ইভেন্টে দুইটি গ্রুপে মোট ৫৮টি দল অংশগ্রহণ করছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগ এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মধ্যে উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘বিগত সময়ে আমরা খেলার মাঠকে কুরুক্ষেত্র হতে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে অপদস্থ হতে দেখেছি। এ সব আর দেখতে চাই না। আমাদের মাঝ থেকে পরাজয়ের মনোভাব হারিয়ে গেছে। আমরা শুধু জিততে চাই। আমি সকল খেলোয়াড়, দর্শক ও পরিচালকদের অনুরোধ করছি, খেলাটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।’
উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান বলেন, ‘খেলাধুলাটা হচ্ছে মনের চর্চা। খেলার মাধ্যমে মানুষের মন প্রসারিত হয়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি বাড়ে। খেলোয়াড়দের অনুরোধ করব, তোমাদের মূল বিজনেস হচ্ছে পড়াশোনা। সুতরাং, খেলায় এতটা সিরিয়াস হওয়ায় যাবে না, যেন পড়ালেখার ব্যাঘাত ঘটে। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, খেয়াল রাখবে।’
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘খেলাধুলা আমাদের নিয়ম মেনে লড়াই করতে শেখায়। একটি দল হারে আরকেটি দল জিতে ঠিকই, কিন্তু লড়াই করে নিয়ম মেনে। পাশাপাশি খেলাধুলার আরেকটা শক্তি আছে, সেটা হচ্ছে দুই দলে ১১ জন করে খেলবে। কিন্তু দর্শক সারিতে যারা আছে তারাও খেলোয়াড়দের সঙ্গে মনে মনে খেলবে। খেলাধুলার মাধ্যমে আমরা জাতীয় সংহতি, ঐক্য- এ সব তৈরি করতে পারি।’
আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপক ও ক্রীড়া বিশ্লেষক শিরাজী ফেরদৌস ইমন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনকসহ বিভিন্ন অনুষদে ডিন ও বিভাগের সভাপতিবৃন্দ।
আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার কোনো ইভেন্টে খেলোয়াড় বা দর্শক বিশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে সেই বিভাগকে আগামী এক বছর সব ইভেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে হুশিয়ারি জারি করেছে রাবি প্রশাসন।
/ফাহিম/মেহেদী/