ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থান স্মরণে কুবিতে কার্টুন প্রদর্শনী

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১১ নভেম্বর ২০২৪  
গণঅভ্যুত্থান স্মরণে কুবিতে কার্টুন প্রদর্শনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য বিষয়ক সংগঠন ‘চিত্তনামার’ উদ্যোগে জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে কার্টুন প্রদর্শনী করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সামনে এ প্রদর্শনী শুরু হয়। এ প্রদর্শনী চলে বিকেল ৫টা পর্যন্ত।

প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন সময়ের ধারণ করা ছবি এবং কার্টুন প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণহত্যা’, ‘কিলার হাসিনা’, ‘নো মোর মাফিয়া’, ‘দেশ কারো বাপের না’, ‘হাল ছেড়ো না বন্ধু’, ‘গতি’, ‘রক্তাক্ত জুলাই’ ইত্যাদি।

এ বিষয়ে ‘চিত্তনামা’র সভাপতি মারুফ শেখ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস যাতে বিলীন না হয়ে যায়, সেজন্য বারবার আমাদের সে স্মৃতি সামনে তুলে ধরতে হবে। এ লক্ষ্য সামনে রেখে আমরা চিত্তনামার পক্ষ থেকে এ আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সেই ভূমিকা সেভাবে উঠে আসেনি বলে মনে হয়েছে। তাই আমরা সেই চেষ্টা করেছি, যাতে ফ্যাসিবাদের কাঠামোতে বারবার আঘাত করা হয়। একইসঙ্গে আমরা আমাদের মননে ও চিন্তায় যাতে এ ইতিহাস গেঁথে রাখতে পারি, সেজন্যই আমাদের এ আয়োজন।’

/এমদাদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়