রূপালী ব্যাংকের সুদের হার বৃদ্ধির প্রতিবাদে হাবিপ্রবিতে মানববন্ধন
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রূপালী ব্যাংকের সুদের হার বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১ টায় রূপালী ব্যাংকের হাবিপ্রবি শাখার সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, ‘আমরা সামান্য বেতন পায়। খুব বেশি উপার্জনের সুযোগ নেই। আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রূপালী ব্যাংক শাখা থেকে কর্পোরেট ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করি কিংবা অন্য কোনো সম্পদ গঠনের চেষ্টা করি। এ ব্যাংক এখানে আমাদের থেকে ব্যাপক সুযোগ-সুবিধা পাচ্ছে। অথচ আমাদের সুযোগ সুবিধা তারা দিচ্ছে না।’
তারা আরও বলেন, ‘কর্পোরেট ঋণের সুদ হার ৮% ছিল। কিন্তু কোনোকিছু না বলেই সেটা বৃদ্ধি করে ১২% ধার্য করা হয়েছে, যা আমাদের সঙ্গে তারা প্রহসন ছাড়া কিছুই নয়। যদি আগামী মঙ্গলবারের মধ্যে পূর্বে মতো সুদ হার কমিয়ে ৮% না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
এ সময় ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নওশের ওয়ান, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো.ফারুক হাসান এবং এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান, ইঞ্জিনিয়ার মো. সলিমুল্লাহ, মো. মাহবুব -উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন
মানববন্ধন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি হাবিপ্রবি রূপালী ব্যাংক কর্পোরট শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে হাবিপ্রবি রূপালী ব্যাংক কর্পোরট শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন বলেন, ‘যখনই যে দাবির কথা বলা হয়েছে, আমরা তখনই সে বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছি। আজ যে মানববন্ধন করা হয়েছে সেই বিষয়েও জানি এবং ঊর্ধ্বতনদের জানিয়েছি।’
তিনি শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সুদের হার ১০% করার বিষয়ে কাজ চলমান রয়েছে। আপনারা যেহেতু ৮% সুদ হার দাবি করছেন, আমি এ বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
ঢাকা/সংগ্রাম/মেহেদী