ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ছাত্রদলের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ 

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১৪ নভেম্বর ২০২৪  
ছাত্রদলের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ 

ভুক্তভোগী অনাবিল চাকমা ও প্রতিবাদলিপি

রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনাবিল চাকমা নামে এক শিক্ষার্থীকে আটক করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া অভিযুক্তরা তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলেও জানা গেছে।

ভুক্তভোগী অনাবিল চাকমা রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮  শিক্ষার্থী একজন শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের (আরিউডিএফ) প্রধান নির্বাহী সদস্য ছিলেন বলে জানা গেছে।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এ চাঁদাবজির ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আরইউডিএফ এর বর্তমান কমিটির নেতারা।

লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্র রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ত ছিল না। গতকাল বুধবার রাণীবাজার মোড়ে ক্যালিস্টো রেস্টুরেন্টে আরইউডিএফের বিগত একটি জাতীয় টুর্নামেন্টে তৈরি টি-শার্ট পরা অবস্থায় ছিলেন অনাবিল চাকমা। ওই টি-শার্টে কামারুজ্জামানের ছোট একটি ছবি থাকায় সেখানে ৫০-৬০ জন ছাত্রদল-যুবদল কর্মী তাকে জিম্মি ও হেনস্তা করে। মূলত জাতীয় চার নেতার অন্যতম কামারুজ্জামানের ছোট একটি ছবি থাকাকে ছাত্রদলের নেতাকর্মীরা অপরাধ হিসেবে বিবেচনা করেন।’

তারা বলেন, ‘সেখান থেকে তাকে প্রথমে একটি আন্ডার কন্সট্রাকশন বিল্ডিং এবং পরে শিরোইল স্কুল মাঠে জিম্মি করে রাখা হয়। জনসম্মুখে তার গায়ের টি-শার্ট ছিঁড়ে শারীরিকভাবে লাঞ্ছিত, মারধরসহ হত্যার হুমকি দেয়া হয়। এমনকি তিনি জাতিগত বিদ্বেষেরও শিকার হন। এ সময় মুক্তিপণ হিসেবে তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয় এবং মানিব্যাগে থাকা প্রায় ৪ হাজার টাকার পুরোটাই নিয়ে নেওয়া হয়।’

তারা আরও বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা জোর করে মোবাইল ও বিকাশের পাসওয়ার্ড নিয়ে নেন। এরপর তার ফোনের ব্যক্তিগত ছবি ঘাঁটতে থাকেন এবং তার ব্যক্তিগত ছবি নিজেদের কাছে ছবি তুলে রেকর্ড আকারে রেখে দেন। পরবর্তীতে যাতে প্রতিবাদ করতে না পারে, এ জন্য চাপ দিয়ে ভিডিও ধারণ করেন তারা।’

নেতারা বলেন, ‘এ পুরো সময়ে জড়িতদের মধ্যে ছিল লিমন, সৈকত, সুইটসহ আরও অনেকে। আরইউডিএফ এর এই প্রতিবাদ কেবল অনাবিল চাকমার জন্যে নয়, বরং বিপ্লব পরবর্তী বাংলাদেশের অন্যতম শহর রাজশাহীকে সুরক্ষিত করার দাবিতে। আরইউডিএফ তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।’

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়