ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ইউআইইউতে নবীন বরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৬ নভেম্বর ২০২৪  
ইউআইইউতে নবীন বরণ অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ফল-২০২৪ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ইউআইইউ খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মিয়া। তিনি বলেন, ‘সফলতার জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই। এজন্য ক্লাসে নিয়মিত উপস্থিতি, মনোযোগী হওয়া এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক নিয়মাবলী তুলে ধরেন।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন, স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারোয়ার।

এছাড়া ইউআইইউ এর প্রাক্তন শিক্ষার্থী ও রবি অজিয়াটা পিএলসির সিনিয়র ম্যানেজার মো. মাহতাব উদ্দিন এবং অভিভাবক ও নবীনদের মধ্য থেকে একজন করে বক্তব্য প্রদান করেন।

পরে ইউআইইউ ক্যালচারাল ক্লাবের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ঢাকা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়