ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

বাবার চিকিৎসায় সাহায্যের আবেদন ইবি শিক্ষার্থীর

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৩, ১৭ নভেম্বর ২০২৪
বাবার চিকিৎসায় সাহায্যের আবেদন ইবি শিক্ষার্থীর

‘তিনমাস আগে বাবা সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে মাথার একপাশের বন (খুলি) খুলে রাখা হয়। এখন বন (খুলি) পুনরায় স্থাপন করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু পরিবারের অস্বচ্ছলতার কারণে তা আর সম্ভব হচ্ছে না। বাবার এখন পর্যন্ত চিকিৎসার সব খরচ ঋণের মাধ্যমে বহন করা হচ্ছে।’

এভাবেই সাত সদস্যের পরিবারের কষ্টের কথা জানাচ্ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৩-২৪ বর্ষের মেধাবী শিক্ষার্থী সৈকত ইসলাম। গত ১৭ আগস্ট তার বাবা জাহিদুর রহমান (৬০) মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তার বাবা মাথায় গুরুতর আঘাত পান।

গত ২০ আগস্ট ঢাকা মেডিক্যাল হাসপাতালে তার বাবার মাথায় অপারেশন করানো হয়। খরচ সামলাতে না পেরে আটদিন পর ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ভর্তি করানো হয়। অর্থাভাবে বিনাচিকিৎসায় গত একমাস ধরে তার বাবা বাড়িতে অবস্থান করছেন বলে জানান সৈকত।

মানবিক সাহায্যের আবেদন জানিয়ে সৈকত বলেন, ‘গত তিন মাস ধরে বাবা স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে পারেন না। সবসময় উল্টাপাল্টা কথাবার্তা বলেন। আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) বাবাকে হাসপাতাল নিয়ে যাব। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে মাথার খুলি পুনঃস্থাপন করা হতে পারে। অন্যথায় ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরিবারের একমাত্র আয়ের উৎস আমার বাবা। তার অসুস্থতার কারণে আমরা চরম আর্থিক সংকটে পড়েছি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সামর্থবান ব্যক্তিরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আমার বাবা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।’

সাহায্য পাঠানোর মাধ্যম: সৈকত ইসলাম- ০১৭৭২৮৬২৯০৩ (বিকাশ/নগদ)

ব্যাংক হিসাবের নাম- মো. সৈকত ইসলাম, হিসাব নং- ০৬০২৩০১০১০৩৩৮, সোনালী ব্যাংক, আজিজুল হক কলেজ শাখা, বগুড়া

ঢাকা/তানিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়