ফুটবল খেলা নিয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মারামারি, আহত ৭
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অ্যাকাউন্টিং এবং মার্কেটিং বিভাগ অংশ নেয়। খেলার এক পর্যায়ে ফ্রি কিককে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে উভয় দলের শিক্ষার্থীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় বিভাগের অন্তত ছয় শিক্ষার্থী আহত হন।
এদিকে, মারামারি ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য মাসুদ রানার উপর হামলা করেন অ্যাকাউন্টটিং শিক্ষার্থীরা। এতে তিনি গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. মো. কামরুজ্জামান জানান, মারামারির ঘটনায় দুই বিভাগের শিক্ষার্থীরাই আহত হয়েছে। বিষয়টি স্ব-স্ব বিভাগের প্রধানরা মিমাংসা করছেন। ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঢাকা/বাদল/মেহেদী