ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

জাবিতে পাগলা শেয়ালের আক্রমণে আহত ৩ 

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৮ নভেম্বর ২০২৪  
জাবিতে পাগলা শেয়ালের আক্রমণে আহত ৩ 

শেয়ালের কামড়ে গুরুতর আহত দোকানদার আব্দুল জব্বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাগলা শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

আক্রান্ত সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রোববার (১৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকার মধ্যে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্য মতে আহতরা হলেন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্য অজয় হাওলাদার ও টারজান এলাকার দোকানদার আব্দুল জব্বার।

আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, “রাত ১০টার দিকে প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা তিনজন দায়িত্বরত ছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার গোড়ালিতে বুটের উপর দিয়ে কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, “এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার আব্দুল জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।”

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতঙ্ক ছড়ানোর খবর পেয়েছি। দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (০১৯৮৪৩২১১৮১) নম্বরে কল দিয়ে জানানোর অনুরোধ করছি।”

তিনি বলেন, “আমাদের কেউ সন্ধান দিলে বা আমরা দেখতে পেলে শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

ঢাকা/আহসান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়