হাবিপ্রবিতে এগ্রিকালচার প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচারাল প্রিমিয়ার লীগ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় টায় কৃষি অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে এ প্রিমিয়ার লীগের চূড়ান্ত ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান প্রমুখ।
চূড়ান্ত ম্যাচের খেলায় প্রথমে কৃষি অনুষদের ২০তম ব্যাচ ১ গোলে এগিয়ে ছিল। পরে অনুষদের ২২তম ব্যাচ গোল করে সমতায় ফেরেন। নির্ধারিত সময়ে কোনো দল আর গোলের দেখা না পাওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ২০তম ব্যাচকে হারিয়ে ২২তম ব্যাচ বিজয়ী হয়।
চূড়ান্ত ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২২তম ব্যাচের তানজিম মোস্তাফিজ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২২তম ব্যাচের নুর ইসলাম পারভেজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, “খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। তোমাদের জুনিয়ররা আজ চ্যাম্পিয়ন হয়েছে। এটা সিনিয়রদের জন্য গর্বের। আমি মনে করি তোমরা দুই দলই চ্যাম্পিয়ন হয়েছ।”
তিনি আরও বলেন, “খেলাধুলা সংক্রান্ত যে কোনো সহযোগিতা আমি অব্যাহত রাখতে চাই। এই কেন্দ্রীয় মাঠে আলোর ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে ক্রিকেটের পিচ, পূর্ব পার্শ্বে ভলিবল মাঠ সুন্দর করা হবে। নুর হোসেন হল মাঠে নারী শিক্ষার্থীদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে, তারাও যাতে ঠিকমতো খেলায় অংশ নিতে পারে।”
এ সময় উপাচার্য খেলার মানোন্নয়নের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।
ঢাকা/সংগ্রাম/মেহেদী