ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিকের ওপর হামলা, নিজেই তদন্তের ভার নিলেন উপাচার্য

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৭, ১৯ নভেম্বর ২০২৪
সাংবাদিকের ওপর হামলা, নিজেই তদন্তের ভার নিলেন উপাচার্য

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিক বার্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি আবু ছালেহ শোয়েবকে মারধরের প্রতিবাদে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শোয়েব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের একজন সদস্য।

এর আগে, সোমবার (১৮ নভেম্বর) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচের পর সংঘর্ষে জড়ায় মার্কেটিং বিভাগ ও আইন বিভাগ। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শোয়েবকে মারধর করায় হয়। পরে তার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করে হামলাকারীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বরাবর এ অভিযোগ দেন তিন সংগঠনের সাংবাদিকরা। এ সময় উপাচার্য নিজেই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অভিযোগ পত্রে রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল, রাবি রিপোর্টার্স ইউনিটি (রুরু) সভাপতি লাবু হক এবং রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মো. ইমতিয়াজ সাক্ষর করেন।

তারা জানান, ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বস্তুনিষ্ঠতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। সংবিধানের ৩৯নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক, বাক, ভাব প্রকাশ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। কিন্তু ক্যাম্পাসে শোয়েবের ওপর এ নিকৃষ্ট হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং এর স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা চালানো হয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক এবং চরম উদ্বেগের।

তারা আরও জানান, এ ঘটনায় জড়িত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ফ্যাসিবাদী আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এটা কোনো শিক্ষার্থীর আচরণ হতে পারে না বরং তা গুণ্ডামির নামান্তর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “তারা ক্যাম্পাসে গুণ্ডামী করবে, আর সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে পারবে না এমন ফ্যাসিস্ট আচরণ ক্যাম্পাসে চলবে না। এটা তাদের অধিকার। একজন সাধারণ শিক্ষার্থীও ভিডিও করতে পারে। তাদের এমন আচরণ কখনোই কাম্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই এ বিষয়ে তদন্ত করবো।”

অন্যদিকে, মঙ্গলবার (১৯ নভেম্বর) লিখিত বিবৃতিতে দৈনিক বণিক বার্তার রাবি প্রতিনিধি আবু ছালেহ শোয়েবকে মারধরের প্রতিবাদে নিন্দা জানিয়েছে রাবির তিন সাংবাদিক সংগঠন।

বিবৃতিতে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “যারা শোয়েবের ওপর ঘৃণ্যতম এ হামলায় জড়িত ছিল, তাদের অতিদ্রুত চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অন্যান্য সাংবাদিক সংগঠন নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়