ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় বৃদ্ধ নিহত
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিনাই বাসের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা চালককে বেধড়ক মারধর ও বাসটি ভাঙচুর করে ।
নিহত জাহিদুল ইসলাম (৬০) কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন দর্জি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ছাত্র বহনকারী ডাবল ডেকার সিনাই বাসটি কুষ্টিয়া শহরের জেলখানা মোড় হয়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী জাহিদুল ইসলামকে ধাক্কা দেয় বাসটি। এতে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে উত্তেজিত এলাকাবাসী বাসচালক সেলিমকে মারধর ও বাসটি ভাঙচুর করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, “কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল নামে একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন বাসচালক সেলিম। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।”
জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “ধাক্কা দেওয়া বাসটি পুলিশের হেফাজতে আছে। নিরাপদ যাতায়াতের বিষয়ে কুষ্টিয়া থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। আশা করি, কোনো সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয়ের অন্য বাসগুলো নির্বিঘ্নে নিয়মিত চলাচল করবে।”
তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বলেন, “এটা একটা দুর্ঘটনা। বাসকে ভাঙচুর করেছে বলতে তেমন ক্ষতি করেনি। আর নিহতের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আগামীতে বাস চলাচলে আশা করি, কোনো সমস্যা হবে না। ক্যাম্পাসের বাস রুটিন অনুসারেই চলাচল করবে।”
ঢাকা/তানিম/মেহেদী