রাঙামাটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলে মতবিনিময়
রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ সভা করে।
এতে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক চট্টগ্রাম বিভাগ ও সভাপতি রাজু আহমেদ, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, ছাত্রদল নেতা নাসির উদ্দীন অর্ণব, শামস্ শাহরিয়ার, সাজ্জাদ হোসেন তুষার, সুলেমান বাদশা ও মো. ইউনুস।
সভায় ছাত্রদল নেতারা বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্র কাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।”
তারা বলেন, “ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, তারা কি ধরনের পরিবর্তন চান- সেগুলো জানছি। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল যে সম্পূর্ণ আলাদা, সেটা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেব।”
ঢাকা/শংকর/মেহেদী