ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর ব্লকেড

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪১, ২০ নভেম্বর ২০২৪
অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর ব্লকেড

অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড় ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, ৮ দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না।

ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘‘গতকাল যে ঘটনা ঘটেছে, সেটাকে আমরা কাঠামোগত হত্যাকাণ্ড বলে চিহ্নিত করছি। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা ৮ দফা দাবি জানিয়েছি।’’

শিক্ষার্থীদের আট দফা দাবি হলো– ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডমিটার বাস্তবায়ন করতে হবে; নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিক্যাল সেন্টারের জরুরিসেবার মানোন্নয়ন করতে হবে; রেজিস্ট্রেশনবিহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকদের প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

এদিকে, জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপ-রেজিস্ট্রারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (এস্টেট -১) আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি ভিন্ন ভিন্ন অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফসানা করিমের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার শোক দিবস ঘোষণা করেছে। শোক দিবসের দিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। পরিবহন অফিসের সব ধরনের বাস-গাড়ি চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে দুর্ঘটনার শিকার হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে, ২০২২ সালে সাংবাদিকতা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পরে অটোরিকশা বন্ধের দাবি তুলেছিল শিক্ষার্থীরা।

ঢাকা/সাব্বির/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়