গুচ্ছে থাকতে চায় না নোয়াখালী বিশ্ববিদ্যালয়
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চূড়ান্তভাবে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে গত সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, “অফিশিয়াল সিদ্ধান্ত হলো, আমরা গুচ্ছ থেকে বের হয়ে যাবো। বর্তমানে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছ পদ্ধতিতে নেই। আসলে স্বায়ত্তশাসিত হওয়ায় তারা সিদ্ধান্ত নিতেই পারে।”
তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একপ্রকার সরকারি বিশ্ববিদ্যালয়। আমরা বলতে গেলে সরাসরি সরকারের অধীনে। তাই আমরা চাইলেও অনেক কিছুই পারি না। সরকার বা মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। সরকারের অনুমোদন পেলে আমরা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবো।”
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আমরা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেব।”
জানতে চাইলে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাঈল বলেন, “গুচ্ছ থেকে বের হতে আমরা একমত হয়েছি এবং শিক্ষার্থীদের কষ্ট কমাতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিবেচনায় আমরা আগামী ভর্তি পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত গ্রহণ করব।”
ঢাকা/ফাহিম/মেহেদী