ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অন্যায় হলেই নির্ভয়ে নিউজ করার আহ্বান চবি শিবির সভাপতির

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২০ নভেম্বর ২০২৪  
অন্যায় হলেই নির্ভয়ে নিউজ করার আহ্বান চবি শিবির সভাপতির

কোনো ধরনের অন্যায় হলে সাংবাদিকদের নির্ভয়ে নিউজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম।

তিনি বলেন, “সাংবাদিকরা জাতির আয়না বা দর্পণ। তবে এতদিন এটা ফুটে উঠেনি। ফ্যাসিস্ট আমলে হলুদ মিডিয়াই চলেছে বেশি। তবে অনেক সাংবাদিক মিথ্যার কাছে মাথা নত করেনি। বস্তুনিষ্ঠ সংবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছেন।”

বুধবার (২০ নভেম্বর) চবিতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার ফটকে মামুন স্মৃতি পাঠাগারের শহিদ জোবায়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় চবি শাখা শিবির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, “আমাদের ভুল হলে আপনারা শুধরে দিবেন। আমরা দ্বিধাহীনভাবে তা মেনে নেব। আমাদের কোনো অন্যায় হলে বিনাসংকোচে, নির্ভয়ে নিউজ করবেন।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছে, সামনে আরও করবে। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবো। মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গঠনে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছি।”

মতবিনিময় সভায় চবি শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে চবিতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে শাখা শিবিরের ১৭ সদস্য বিশিষ্টি পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

ঢাকা/মিজান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়