রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিকল্পের নবীনবরণ অনুষ্ঠিত
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের রাবি শাখার পরিচালক আরিফুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, “বিকল্প কথাটি তখনই সামনে আসে, যখন স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়। যারা বিকল্প পথে কাজ করে এসেছেন, তাদের পথ কখনো মসৃণ ছিল না।”
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, “একটা দেশকে পরাধীন করার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ছাড়াও সংস্কৃতিকেও মেরে ফেলার মাধ্যমে পরাধীন করে ফেলা যায়। এটা আমরা অনেক ইতিহাস পর্যালোচনা করে দেখেছি। আমরা আমাদের দেশকে আবার নতুন করে পেয়েছি। এখন আমাদের সংস্কৃতিকে পুনর্জীবিত ও আকড়ে ধরা উচিৎ।”
বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, “আমাদের মধ্যে বিগত সময়ে সাংস্কৃতিক প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের বোঝানো হয়েছে, সংস্কৃতি মানে বেহায়াপনা আর অশ্লীলতা। কিন্তু আমরা আজ একটা সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে পেরেছি। আমরা এখন বলতে পারি, সংস্কৃতি মানে বিকল্প ধারার চিন্তা ভাবনার একটা মাধ্যম।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীবসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা/ফাহিম/মেহেদী