ইসলামী বিশ্ববিদ্যালয়ে যুব নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন অ্যাক্টিভ সিটিজেনারি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের ১১৬ নং কক্ষে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যাগে ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে, গত সোমবার (১৮ নভেম্বর) এ কর্মশালার উদ্বোধন করা হয়।
ল’ অ্যাওয়ারনেসের সভাপতি এসএএইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর অ্যান্ড এসপিও তুহিন আফসারি, অ্যাকাউন্টস অফিসার অধীস দাস প্রমুখ। কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ।
সংগঠনটির সদস্য শাকিব আল হাসানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম।
কর্মশালা শেষে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি আয়োজিত ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি প্রতিষ্ঠা লাভ করে। তরুণ-তরুণীদের মাঝে আইন বিষয়ক সচেতনতা তৈরি করতে এ সংগঠন কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজে সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের আইনের প্রতি সচেতনতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি এবং আত্মিক উন্নয়নমূলক কাজ করে থাকে সংগঠনটি।
ঢাকা/তানিম/মেহেদী