ঢাকা কলেজে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের মিলনমেলা
ঢাকা কলেজে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দুই দশক পূর্তি উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাহানারা বেগম বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবামূলক এই মহান কাজটিতে সঙ্গে আছে এটা একটি গর্বের বিষয়। আমি আশা করি আমার ছাত্ররা একদিন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলের তাদের সুনাম অর্জন করবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক শেখ সাব্বির আহমেদ বলেন, ঢাকা কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দুই দশক পূর্তি মিলনমেলা সাবেক বর্তমান সকাল ছাত্রদের একত্রে দেখে খুব ভালো লাগছে। এই সংগঠনটি শুরু থেকে ঢাকা কলেজে সুনামের সঙ্গে কাজ করছে। ঢাকা কলেজসহ দেশের যেকোনো বিপদে আমাদের সদস্যরা সবার আগে গিয়ে কাজ করে। তোমার আমাদের গর্বের জায়গা। আশা করি বাংলাদেশর মত পৃথিবীর বুকে একদিন আমাদের এই সংগঠন তাদের সুনাম অর্জন করতে সক্ষম হবে।
মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রতিষ্ঠাতা ইউনিট লিভার শরিফুল ইসলাম শরিফ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এনামুল কবির মিয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ সানিউল ইসলাম, সহকারী অধ্যাপক তাজিব উদ্দিনসহ ইউনিটের বর্তমান ও সাবেক ইউনিট লিডার ও সদস্যরা।
ঢাকা/রায়হান/সাইফ