ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নোবিপ্রবির পঞ্চম ধাপের ভর্তি ২৫ ও ২৬ নভেম্বর 

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৩ নভেম্বর ২০২৪  
নোবিপ্রবির পঞ্চম ধাপের ভর্তি ২৫ ও ২৬ নভেম্বর 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পঞ্চম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ২৫ ও ২৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে চূড়ান্ত ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের মূল কাগজপত্র (এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র) জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও ভর্তি কমিটির সচিব মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পঞ্চম পর্যায়ে যে সব শিক্ষার্থী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছে, তাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্রোফাইলে লগ-ইন করে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে।

এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ি বিষয় অনুসারে প্রাথমিক ভর্তি ফি বাবদ ইতোপূর্বে প্রদানকৃত ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি ভর্তি ফি আগামী ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে ২৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চূড়ান্ত ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের মূল কাগজপত্র (এসএসসি ও এইচএসসি'র মূল নম্বরপত্র) আগামী ২৫-২৬ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসে জমা নেওয়া হবে।

শিক্ষার্থীদেরকে একটি এ-৪ সাইজ খামের উপরে নাম, জিএসটি রোল নম্বর, ইউনিট, মেরিট পজিশন ও বিষয়ের নাম লিখে মূল কাগজপত্র জমা দিতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অবশ্যই মূল কাগজপত্র জমা দিতে হবে এবং চূড়ান্ত ভর্তি ফি প্রদান করতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সঙ্গে ভর্তি সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়