ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

৩ মাস পর চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৪ নভেম্বর ২০২৪  
৩ মাস পর চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু

তিনমাসেরও বেশি সময় বন্ধের পর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) সব বিভাগের শিক্ষা কার্যক্রম একযোগে শুরু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ শিক্ষা কার্যক্রম শুরু করা হয়।

এর আগে, গত ১৭ নভেম্বর চাঁবিপ্রবি প্রশাসন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণ করলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে এক জরুরি সভায় চাঁবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্যোগ গ্রহণ করেন।

শিক্ষা কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের প্রতিনিয়ত মননশীলতা অনুশীলন করতে হবে। সৃষ্টিশীল কাজের মাধ্যমে উৎকৃষ্ট চিন্তা-চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “তোমাদের হাত ধরেই বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে। তোমরাই গবেষণামুখী প্রতিষ্ঠান ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এ সময় তিনি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ঢাকা/অমরেশ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়