কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে ক্যারিয়ার সামিট
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ক্যারিয়ার সামিট ২০২৪।
আগামী শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি’ এবং ‘কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটি’ এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হবে।
সোমবার (৩০ নভেম্বর) নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক কমিটির কো-চেয়ারম্যান হুরে জান্নাত অর্ণা।
এতে উপস্থিত থাকবেন, গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, বিক্রয় ও বিপণন শাখার প্রধান সুরায়া সিদ্দিকা, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর, গাঙচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধূরী, নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, পারটেক্স গ্রুপের ব্যবসায় শাখার প্রধান সায়েদুল আজহার সারোয়ার প্রমুখ।
এ বিষয়ে কো-চেয়ারম্যান হুরে জান্নাত অর্ণা বলেন, “আমাদের এবার দেশের কিছু গুণী ব্যক্তিত্বদের নিয়ে আসার প্রচেষ্টা করছি, যারা পরবর্তী প্রজন্মকে তাদের ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দিতে পারবেন এবং তাদের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু শিখাতে পারবেন। এ সব ব্যক্তিদের অভিজ্ঞতা আর গল্প সত্যিই বদলে দিতে পারে শিক্ষার্থীদের ভাবনা। ব্রান্ডিং, উদ্যোক্তা, আইটি, সেলস—যে ক্ষেত্রেই হোক, তাদের কথা শুনে শিক্ষার্থী নতুন দিশা খুঁজে পাবেন বলে আশা করি।”
তিনি বলেন, “কীরণ প্রেজেন্টস কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার সামিট ২০২৪ এর থিম হচ্ছে ‘সিজ দ্যা ডে’। আমাদের টাইটেল স্পন্সর কীরন এবং পাওয়ার্ড বাই থ্রাইভ লি.। আমাদের এ ইভেন্ট অ্যাক্সিলেন্স বাংলাদেশ অ্যাসোসিয়েশন, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটির পার্টনারশিপে অনুষ্ঠিত হচ্ছে।”
এ সামিটে অংশগ্রহণ করতে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
ঢাকা/এমদাদুল/মেহেদী