ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নম্বরের জন্য সনদ অর্জনের ভাবনা পরিহার করতে হবে: অধ্যাপক যহুর

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৫ নভেম্বর ২০২৪  
নম্বরের জন্য সনদ অর্জনের ভাবনা পরিহার করতে হবে: অধ্যাপক যহুর

পরীক্ষায় বেশি নম্বর পেয়ে সনদ অর্জনের ভাবনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী।

তিনি বলেন, “কুমিল্লা বোর্ডে পাশের হার ৮০ শতাংশের নিচে। দেশের অন্য বোর্ডগুলোতে পাসের হার ৯৬ শতাংশের উপরে। কিন্তু দেখা যায়, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা থাকে সচিবালয়ে। আর বাকি বোর্ডের শিক্ষার্থীরা অন্য ক্ষেত্রে। তাই আমাদের পরীক্ষায় বেশি নম্বরের জন্য সনদ অর্জনের ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।”

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ক্যারিয়ার রোড ম্যাপ সিজন-৬ দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ক্লাবটির বর্তমান সভাপতি যোবায়ের আহমেদ।

অধ্যাপক মু. যহুর আলী বলেন, “বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে শিক্ষার্থীরা অটো পাসের জন্য আন্দোলন করে। এটা পৃথিবীর কোনো দেশে দেখা যায় না। আমরা শিক্ষাজীবনকে মন যা চায় সেভাবে হেঁসে খেলে পার করতে। সহজ পন্থায় কখনোই ভালো কিছু অর্জিত হয় না। শিক্ষাজীবন পেরিয়ে আপনাদের বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে হবে। এজন্য এখন থেকেই নিজেদের ভবিষ্যতের জন্য দক্ষ করে তুলতে হবে।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষা পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীন, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সেলিম পারভেজ, সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুর রহিম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক অনুতোষ কুমার প্রামানিক প্রমুখ।

পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমা ইসলাম স্বর্ণালীর সঞ্চালনায় এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা এবং মাইন্ড সেবার সিইও সোহানুর রহমান সোহান।

শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা/দুর্জয়/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়